মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে শনিবার রাতে সরকার দলের প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।
নিহত অহিদার মোল্লা (৫২) তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের তাইজুদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে অহিদার মোল্লা আরও কয়েকজনের সাথে চতুরবাড়িয়া বাজার থেকে গ্রামের বাড়ি কুশখালিতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তালখড়ি ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার আব্দুল মান্নানের সমর্থকরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে আওয়ামী লীগ কর্মী অহিদার মোল্লাসহ আরও অন্তত ১০ জন গুরুতর জখম হন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত
জমি নিয়ে বিরোধ: পাবনা, খুলনা ও ভোলায় নিহত ৪
এ ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে অহিদার মোল্লার মৃত্যু হয়।
হামালায় আহতরা হলেন- নিহত অহিদারের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৫) ও ইনসার মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)। তারা সবাই যশোর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
এদিকে, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
আরও পড়ুন: মোটরসাইকেলসহ গর্তে পড়ে বগুড়ায় আ’লীগ নেতা নিহত
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের তদন্ত চলছে।
আরও পড়ুন: বান্দরবানে গুলিতে আ’লীগ নেতা নিহত