বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেটে ব্যাথা নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং খালেদা জিয়ার শেষ মন্ত্রিসভার সাবেক মন্ত্রী আব্বাসকে রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, গত রাত থেকে আব্বাস পেটব্যাথায় ভুগছিলেন। ‘সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
রফিকুল বলেন, ইতোমধ্যে এই বিএনপি নেতার কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের বাইরে থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককেও ডাকা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া: মোশাররফ
এদিকে দুপুরে হাসপাতালে আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ক্ষমতাসীন দলের ‘ক্যাডারদের’ হামলায় গুরুতর আহত জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার নেতা এস এম মোস্তফা আনাম ও শফিকুল ইসলাম সুমনকে দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) যান।
আরও পড়ুন: তীব্র সংকটে পড়তে যাচ্ছে দেশ: বিএনপি