জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ রওশন এরশাদকে চেয়ারম্যান করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন।
এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ ) দলের কো-চেয়ারম্যান করা হয়েছে এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে।
বুধবার এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বারিধারা এলাকার রাষ্ট্রপতি পার্কে আলোচনা ও দোওয়া মাহফিলের আয়োজনে এরিক এই ঘোষণা দেন।
আরও পড়ুন: ২০ দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর চাচা জিএম কাদের অসুস্থ অবস্থায় তাঁর বাবা এরশাদকে জিম্মি করে তাকে দলের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে সই করিয়ে নিয়েছিলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি এখন পতনের পথে। আমাদের অবশ্যই দলকে অবৈধ চেয়ারম্যান জিএম কাদেরের হাত থেকে বাঁচাতে হবে। আমরা তাকে গ্রহণ করি না।
বিদিশা, সাদ এরশাদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান এবং জাফর ইকবাল সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরও পড়ুন: লঞ্চে স্বাস্থ্য বিধি না মানলে জরিমানা: নৌ প্রতিমন্ত্রী
ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম উল্লেখ করা হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
যোগাযোগ করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, নতুন দল গঠনের প্রত্যেকেরই অধিকার আছে এবং এ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তিনি বলেন, কে কী ঘোষণা করেছে আমরা তার কোন গুরুত্ব দিচ্ছি না। আমি মনে করি এটি আমাদের দলে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের বাজেট লুট হচ্ছে: জিএম কাদের