জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাজনীতি এখন একটি ‘পেশা’ হয়ে গেছে, আগে যা আবেগের বিষয় ছিল।
রবিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আগে রাজনীতি ছিল আবেগের বিষয়, এখন এটা পেশায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, পাত্র সরকারি দল করে শুনলে, ‘তাহলে বলে আলহামদুলিল্লাহ।’
ফিরোজ রশীদ বলেন, রাজনীতিই দেশবাসীর জীবন পরিবর্তনের একমাত্র উপায়।
তিনি আরও বলেন, ‘এখন এটা একটা পেশা হয়ে গেছে। আগে রাজনীতি আবেগ ছিল, জীবন বাজি রেখে রাজনীতি করত।’
পাকিস্তান আমলের কথা স্মরণ করে তিনি বলেন, একজন মানুষ রাজনীতিতে যুক্ত হলে চাকরি পাবেন না বলে বিয়ে করেননি।
আরও পড়ুন: রিজার্ভ সঙ্কটের কারণে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে: জিএম কাদের
ফিরোজ রশীদ দাবি করেন, সংসদের অনেক অর্জনের পাশাপাশি দুর্বলতাও রয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত (বঙ্গবন্ধু হত্যার) কমিশন গঠন করতে পারছেন না… কারণ বঙ্গবন্ধুকে হত্যার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র ছিল। ডালিম, ফারুক, রশিদ গিয়ে এটা করল… ঠিক তা নয়। এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল, আপনারা সেটা বুঝতে পারেননি।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর দিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, চরম বাম ও চরম ডানপন্থী রাজনীতিবিদদের নাম উচ্চারণ করা যাবে না।
তিনি বলেন, ‘কারণ সবাই নৌকায় উঠেছে। আপনারা (আওয়ামী লীগ) নৌকায় চড়বেন। আপনারা নৌকার চালক। তারা নৌকায় বসে আছে এবং জিজ্ঞাসা করছে আর কতদূর?'
ফিরোজ রশীদ বলেন, জাতি এখন দুই ভাগে বিভক্ত।
তিনি বলেন, ‘কোনও নিরপেক্ষ ব্যক্তি নেই। শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই বিভক্ত। গোটা দেশ এখন দুই ভাগে বিভক্ত।’
তিনি আরও দাবি করেন, এ আমলে বিএনপির ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা পেয়েছেন।
আরও পড়ুন: সরকারি কর্মচারীরা ক্ষমতাসীন দলের সেবা করছে, জনগণের নয়: জিএম কাদের
যে যত বেশি লুণ্ঠন করতে পারে, সে তত বেশি সম্মানিত: জিএম কাদের