বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে হবে।
রবিবার (১ অক্টোবর) 'প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়', 'জামায়াত-বিএনপির কথিত হুমকি নস্যাৎ করতে' এবং 'আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে' আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আগরওয়ালা বলেন, ‘বিএনপি জামায়াতের নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে আজ
এই গণসমাবেশ। আমরা বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করছি।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আগামীতে বঙ্গবন্ধুকন্যাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
আরও পড়ুন: কিছু দেশ মানবাধিকারকে অন্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে: তথ্যমন্ত্রী
চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ারদার, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম,জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় পৌর এলাকাসহ আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশ শেষে সন্ত্রাসীদের হাতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরানের পরিবারকে নাম নগদ ১ লাখ টাকাও অনুদান দেন দিলীপ কুমার আগরওয়ালা।
আরও পড়ুন: বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না: হানিফ
১/১১-এর মতো সরকার গঠনের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের