বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘চূড়ান্ত’ আন্দোলনের জন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি আর আপনার রাগ, রাইফেল ও বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না। আপনি জানেন না যে এখন রাইফেল ও বন্দুক কোন দিকে ঘুরবে। এখনও সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের।’
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ফখরুল এসব কথা বলেন।
এই বিএনপি নেতা বলেন, জনগণ সরকারের ‘দুঃশাসন’ ও দমন-পীড়নে বিরক্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞায় থেকে যুদ্ধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য মানানসই নয়: বিএনপি
তিনি জানান, সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে এবং আপনি কোনও ব্যারিকেড দিয়ে তাদের ঠেকাতে পারবেন না। জেগে ওঠা এসব লোকেরা কেবল চূড়ান্ত একটা ধাক্কার জন্য অপেক্ষা করছে এবং তারা এটি করতে প্রস্তুত।
সরকার যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে নিহত হয়েছেন বলে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, যারা উল্টাপাল্টা কথা বলছে এবং মানুষ হত্যার পর বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা জনগণের ক্ষোভ ও ঘৃণা থেকে রেহাই পাবে না।
এই বিএনপি নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিয়ে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে কথা বলছেন। অন্যদিকে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করছে।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের কথা বলতে গিয়ে তিনি এমন সময় কাঁদছেন, যখন বাংলাদেশে রক্ত বইছে। এই দ্বিচারিতা শেখ হাসিনার সঙ্গে মানায়। তিনি তার দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে কবর দিয়েছেন এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর ভয়ে সরকার মানুষকে গুলি করে হত্যা করছে: বিএনপি
বিএনপি ‘লাশ নিয়ে রাজনীতি’ করে ক্ষমতায় যেতে চায় বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, তাদের দল (বিএনপি) শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উদ্দেশ্যমূলকভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।
রিজভী আরও জানান, ৩১ জুলাই থেকে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের চার নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ‘এর পরও ওবায়দুল কাদের বলছেন বিএনপি লাশের রাজনীতি করে। তারা মিথ্যাচার করছে এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য অনিয়ন্ত্রিত ও অমানবিক মন্তব্য করছে।’
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মূল্যহীন ও পরাধীন আখ্যা দিয়ে এই বিএনপি নেতা বলেন, এর দ্বারা (ইসি) সুষ্ঠু নির্বাচন করা সক্ষম নয়। ‘তারা (বর্তমান ইসি) শেখ হাসিনার সেবক। শেখ হাসিনা যদি তাদের একটি দিনকে রাত বলতে বলেন, তাহলে তারা সেটাকে রাত বলবে।’
আরও পড়ুন: আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে শাওন হত্যার জবাব দেয়া হবে: ফখরুল