বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শনিবার সকালে সিলেটে দলটির বিভাগীয় সমাবেশ শুরু হয়।
সকাল ১১টা ১০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সিলেট মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরিবহন ধর্মঘট ও অন্যান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে বিরোধীদলীয় নেতাকর্মীরা ভিড় জমায়, কারণ তারা বাস ধর্মঘটের কারণে প্রতিবন্ধকতা ও ঝামেলার আশঙ্কায় পার্শ্ববর্তী জেলা থেকে আগাম জড়ো হয়েছিলেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের আশপাশে এবং শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরীর প্রবেশপথে ১৯টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার শতাধিক সাদা পোশাকের পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
সমাবেশে যোগ দিতে বিভাগীয় চার জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে নগরীতে পৌঁছেছেন।
সকাল থেকেই সরকারবিরোধী স্লোগানে ছোট ছোট মিছিলে সমাবেশস্থলে আসতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।