দেশের স্বাধীনতার লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র -একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু ৫০ বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি। ‘
বিএনপি নেতা অভিযোগ করেন, বর্তমান ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে।
বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশকে ‘সোনার বাংলা’ গড়ে তোলার শপথ নিল জাতি
ফখরুল অভিযোগ করেন, তাদের দলের চেয়ারপার্সনকে ‘মিথ্যা’ মামলায় সাজা দিয়ে কারাগারে নেয়া হয়েছে। তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
তিনি বলেন, এই বিজয় দিবসে আমাদের শপথ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো।
পরে বিএনপির মহাসচিব দলের সিনিয়র নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান।
৫১তম বিজয় দিবসে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জনগণ গ্রহণ করেনি: পররাষ্ট্রমন্ত্রী