হেফাজতে ইসলামকে স্বাধীনতা ও দেশবিরোধী উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সিনিয়র সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘তারা (হেফাজতে ইসলাম) ইসলামবিরোধী, জঙ্গি, মুক্তিযুদ্ধবিরোধী, তারা রাষ্ট্র ও দেশের শত্রু, তাদের ছাড় দেয়া উচিত নয়, তাদের ওপর কঠোর হওয়া উচিত, প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তাদের বিচার করা উচিত।’
আরও পড়ুন: হাটহাজারীতে মাদরাসা ছাত্রদের হত্যা: ওসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হেফাজতের
জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
শেখ সেলিম ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান।
তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর সাথে আছেন। তাকে হেফাজতের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার জন্য অনুরোধ করেন সেলিম।
‘এই অপশক্তিকে ছাড় দেয়া উচিত নয়,’ বলেন তিনি।
শেখ সেলিম বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ১০ দিনের কর্মসূচির সময় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও হেফাজত কর্মীদের সাথে তাণ্ডবে অংশ নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।।
আরও পড়ুন: হেফাজতের হরতাল: হাটহাজারীতে সড়ক কেটে অবরোধ
এসব ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই তাদের ওপর কঠোর হতে হবে কারণ কোনো স্বাধীন দেশে এগুলো চলতে পারে না।’