আওয়ামী লীগ কখনো পালিয়ে যায় না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১/১১-এর রাজনৈতিক পরিবর্তনের পর কারা দেশ ছেড়ে পালিয়েছিল তা জনগণ জানে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল (২৯ জানুয়ারি, ২০২৩) রাজশাহীতে বলেছেন যে আওয়ামী লীগ কখনো পালায় না। ১/১১-এর (সরকারের) সময় গ্রেপ্তার হওয়ার পর কারা দেশ ছেড়ে পালিয়েছিল তা সবাই জানে।’
বিএনপির এই নেতা আরও বলেন, তাদের দলের প্রধান খালেদা জিয়া ওই সময় দেশ ছাড়েননি। ‘তিনি (খালেদা) পরিষ্কার বলেছেন বিদেশে আমার কোনো জায়গা নেই। এটা আমার দেশ। আমি এখানে জন্মেছি… আমি মরলেও এখানেই মরব… তাই, সবাই জানে কে কোথায়, কখন, কীভাবে পালিয়েছে।’
সোমবার যাত্রাবাড়ী থেকে জুরাইন অভিমুখে দলের ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের পদযাত্রা কর্মসূচির সূচনাকালে এ মন্তব্য করেন ফখরুল।
ফখরুল বলেন, তাদের পদযাত্রা গণতন্ত্রের বিজয় মিছিল। ‘জনগণের অধিকার ফিরে পেতে আমাদের বিজয় মিছিল।’
আরও পড়ুন: 'ফ্যাসিস্ট' সরকার গণতন্ত্রের ঐক্যবদ্ধ আন্দোলনকে বানচাল করতে চাইছে: ফখরুল
তিনি দলের নেতাকর্মীদের আগের সব কর্মসূচির মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তবে তিনি ক্ষমতাসীন দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘দুর্বলতা’ না ভাবতে।
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’
ফখরুল আরও বলেন, জনগণের সম্পৃক্ততায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারকে ‘উৎখাত’ করে চূড়ান্ত বিজয় অর্জন করবেন তারা।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পায়ের নিচের মাটি হারিয়ে ফেলায় এখন ‘অসংযত’ মন্তব্য করছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বরখাস্ত হওয়া নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তারের বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের নানা ধরনের 'অশুভ' প্রচেষ্টার কথা উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
বিএনপির চার দিনের কর্মসূচির অংশ হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি জানাতে ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের নেতাকর্মীরা যাত্রাবাড়ী থেকে রাজধানীর জুরাইন রেলগেট এলাকা অভিমুখে মিছিল করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ফখরুল।
শনিবার দলের ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত মিছিল করার পর এটি ছিল বিএনপির দ্বিতীয় কর্মসূচি।
ব্যানার, জাতীয়, দলীয় ও সাদা পতাকা, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর-১০ মোড় পর্যন্ত পদযাত্রা করবে বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিট। ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে বিএনপির ঢাকা দক্ষিণ সিটি ইউনিট।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা: ফখরুল