সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনসহ ১৪ দফা দাবি জানাতে আগামী ১৯-২১ জুলাই রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে পদযাত্রা করবে সাত সমমনা দলের জোট গণতন্ত্র মঞ্চ।
রোডমার্চের আগে বিরোধী জোট তাদের দাবির পক্ষে জনসমর্থন জোগাতে জেলা শহর ও মহানগরে সমাবেশ এবং রাজধানীতে রোডমার্চ করবে।
জোটের অন্যতম সংগঠন রাষ্ট্রসংস্কর আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সোমবার সচিবালয়ের দিকে বিক্ষোভ করার আগে সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন এবং সংবিধান সংস্কারসহ আমাদের ১৪ দফা দাবি আদায়ে ১৯ থেকে ২১ জুলাই আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করব।
এর আগে, গণতন্ত্র মঞ্চের নেতারা ৪-৭ জুন ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত চার দিনব্যাপী রোডমার্চ করেন, সেই সময় বিভিন্ন এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: বিদ্যুৎ সংকট: ১৯ জুন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ