বিএনপির জ্যৈষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন দলের লুটেরাদের’ সুবিধা দিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘তারা (সরকার) ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে যা সকল পণ্যসহ বাস ও ট্রাক ভাড়াও বাড়াবে।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্ট্যান্ডিং কমিটির এই সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ডিজেলের দাম বাড়ার ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং এতে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ নেতারা) দ্রব্যের দাম, ডিজেলের দাম ও বিদ্যুতের শুল্ক বারবার বাড়িয়ে লুটপাট করছে। যারা লুটপাটের সাথে সরাসরি জড়িত তাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধি সুবিধা দেবে।’
খসরু বলেন, ‘ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানো হয়েছে এবং এ টাকা সাধারণ জনগণের পকেট থেকে নেয়া হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জনগণের কাছে কোনো জবাবদিহিতা না থাকায় সরকার সব পণ্য ও ইউটিলিটি সার্ভিসের শুল্ক একের পর এক বাড়িয়ে যাচ্ছে। তারা (আওয়ামী লীগ নেতারা) লুটপাটের মাধ্যমে টাকা বানায় এবং তা অবৈধভাবে বিদেশে পাচার করে।’
এর আগে বুধবার গ্রাহক পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে সরকার। এছাড়া ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩১৩ টাকা করা হয়েছে যা বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে কার্যকর হয়।
আরও পড়ুন: শুধু নিরপেক্ষ সরকারের অধীনে গণতান্ত্রিক দল নির্বাচনে অংশ নেবে: বিএনপি