বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ ‘বনফুল থেকে লোক লোকালয়’ অনুষ্ঠানের ৩৮ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের পক্ষ থেকে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটা এবং শিল্পীদের পক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে বক্তব্য দেন লোকলোকালয় অনুষ্ঠানের সংগঠক ও উপস্থাপক চৌধুরী আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, বিশিষ্ট শিল্পী সংগঠক প্রকৌশলী জীবন রোয়াজা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সাংবাদিক আজহার হীরা।
শিল্পীদের পক্ষে স্মৃতিচারণ করেন অংচাইরী মারমা, ক্রাঞোরী মারমা। শিল্পী,সংগঠকরা অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।