আরও পড়ুন: গাজীপুরে মাদক বিক্রেতাদের হামলায় পুলিশের এএসআই আহত
আহতরা হলেন- আশুলিয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুলহাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন।
আরও পড়ুন: খুলনায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত
আশুলিয়ার ইউনিক এলাকার আমেনা ম্যানশনে অবস্থিত জেএস অ্যান্ড নিটওয়ার লিমিটেড কারখানায় রবিবার দিবাগত রাতে হামলার এঘটনা ঘটে।
আরও পড়ুন:গরু বিক্রিতে বাধা, মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইউনিক এলাকার জেএস অ্যান্ড নিটওয়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে চার শ্রমিককে ছাঁটাই করে। পরে রবিবার রাতে ছাঁটাইকৃত শ্রমিকরা বেতনের জন্য কারখানায় গেলে কারখানার মালিক সোমবার বেতন দেয়ার কথা বললে কারখানার ভেতরে একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে সেখানে আগে থেকে অবস্থানকৃত জুলহাস ও মামুনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এসময় অল্পের জন্য কারখানাটির মালিক মনির হোসেনসহ অনেকেই দৌড় দিয়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। পরে খবর পেয়ে পুলিশ আহত শ্রমিক নেতাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় ৪ পুলিশ আহত
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।