পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংতায় আওয়ামী লীগ নেতা শামীম হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন নাজিরপুর হাটপাড়ার নুর আলী প্রামানিকের ছেলে। তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির প্রচার সম্পাদক ছিলেন।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম ওরফে মধু তার কর্মী -সমর্থকদের সঙ্গে নিয়ে বসে চা খাচ্ছিলেন। এ সময় সতন্ত্র ও জয়ী প্রার্থী তরিকুল ইসলাম নিলু খা ও তার ছেলে ইমরান বেশকিছু লোকজন নিয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এ সময় গুলিতে শামীম হোসেন গুরুতর আহত হন।
এএসপি রোকনুজ্জামান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওসি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। গুলিবিদ্ধ শামীমকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা