সেন্টমার্টিনে চলাচলাকারী বিলাসবহুল জাহাজ এমভি বে ওয়ান ক্রুজের ইঞ্জিন রুম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কুতুবদিয়ার কাছে সাগরে নোঙ্গর করা হয়েছে। জাহাজটিতে ৮০০ যাত্রী আছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পতেঙ্গা থেকে ছেড়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় রাত ১২টার দিকে ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এতে পুরো জাহাজে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বে ওয়ান ক্রুজ জাহাজটি কুতুবদিয়ার কাছে সাগরে নোঙ্গর করা অবস্থায় রয়েছে বলে জানান জাহাজের যাত্রী মানবাধিকার নেতা আমিনুল হক বাবু।
আরও পড়ুন: জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৪ হাজার পর্যটক
তিনি জানান, যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে। এখনও পর্যন্ত কোন সংস্থা এগিয়ে আসেনি। তবে যাত্রীদের উদ্ধারের জন্য একটি জাহাজ যাত্রা শুরু করেছে বলে শুনেছি।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, ইঞ্জিন থেকে অত্যধিক মোবাইল অয়েল লিক হওয়ার ফলে ইঞ্জিন রুমে প্রচণ্ড ধোঁয়া দেখা দিলে জাহাজ কর্তৃপক্ষ অবিলম্বে ইঞ্জিন বন্ধ করে দেয়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জাহাজের যাত্রীদের মধ্যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবও রয়েছেন।
ফোনে যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা সাড়া দেননি।
আরও পড়ুন: সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের প্রশংসা লিওনার্দো ডিক্যাপ্রিও’র