কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রেজাউল করিম বাপ্পী নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ জুন) রাত ১টা ৩০ মিনিটের দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুমালিয়ার ছড়ার গরুর হালদা এলাকায় স্থানীয় মামুনের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত রেজাউল করিম বাপ্পি (২৬) একই এলাকার মৃত মোহাম্মদ আলমের দ্বিতীয় পুত্র।
আরও পড়ুন: দেবিদ্বারে ঈদের দিনে ‘কোরবানির গরুর আঘাতে’ নিহত ১
নিহতের বড়ভাই ফরহাদ জানান, কোরবানির ঈদের তৃতীয় দিন বাপ্পির বিয়ের বাগদান (এঙ্গেজমেন্ট) হওয়ার কথা ছিল।
বাগদানের জন্য সব আয়োজন প্রস্তুতি ছিল। দূরে থাকা আত্মীয়রা এজন্য বাড়িতে চলে আসে। কিন্তু ভাইয়ের জীবন কেড়ে নিয়ে সব শেষ করে দিল সন্ত্রাসীরা।
জানা যায়, শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া পূর্ব (গরুর হালদা) সড়কের মামুনের দোকানের সামনে পৌছালে স্থানীয় সেলিম ও তার দুই পুত্র রাহাত (২৪) ও রাফি (২০) বাপ্পীর গতিরোধ করে।
ফরহাত বাপ্পীকে ধাক্কা দিলে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুই ভাই বাপ্পীকে ছুরিকাঘাত করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয় বাপ্পীর ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা