মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুম্পা ঘোষ রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: করোনা: মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে শিগগির ভ্রাম্যমাণ আদালত
এ সময় মাস্ক না পরার দায়ে চারজনকে জরিমানা ও লোকজনকে সতর্ক করে দেয়া হয়।
এদিকে, মাইকিং করে মাস্ক পরতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকান, পথচারী, সিএনজি চালক, বাস চালকসহ জনসাধারণের মাঝে মাস্ক পরার সচেনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার রুম্পা ঘোষ জানান, দেশে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ হার যেমন বৃদ্ধি পেয়েছে সেই সাথে মৃত্যুর হারও বেড়ে গেছে। তাই মানুষের মাঝে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন থেকে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে বলে সোমবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে পৌঁছেছে।
এর আগে রবিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৮ জনের মৃত্যু এবং ১ হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। রবিবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৭.১৫ শতাংশ।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মাদক মামলায় খুলনায় একজনের ৮ বছরের কারাদণ্ড
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ১২৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৭৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।