ভোলায় করোনায় লকডাউন চলাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক হাজার পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেকটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, স্যাভলন সাবান ও মাস্ক।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল মালয়েশিয়া কমিউনিটি
লকডাউনে কর্মহীন ক্ষতিগ্রস্ত ও দুস্থ বাস শ্রমিক, লঞ্চ শ্রমিক, মুচি, হিজরা, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা সামগ্রী তুলে দেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এদিকে, পৌরসভার আলগী, গাজীপুর এলাকার ৬০০ কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দেন ভোলা পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন।
এ সময় বর্তমান পৌর কাউন্সিলর মিজানুর রহামানও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
খাদ্য প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি ছোলা, একটি সাবান, মাস্কসহ নানা উপাদান। এর আগের দিন ভোলা সদর রোডে বিবার আয়োজনে মানবতার স্টোর থেকে দুস্থ পরিবারের মাঝে কাঁচা তরকারি বিতরণ করা হয়।