কিশোরগঞ্জ: জেলার তাড়াইল উপজেলার রাহেলা গ্রামের নিজ ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের ওমায়েরের স্ত্রী শাহনাজ (৩০) ও তার মেয়ে প্রিয়তি (১২)।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার রাত সাড়ে ১১টার দিকে মা ও মেয়ের লাশ উদ্ধারের সময় শাহনাজের স্বামী ওমায়েরকে বাড়িতে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাহেলা গ্রামের ওমায়েরের স্ত্রী শাহনাজ ও তার মেয়ে প্রিয়তির লাশ বসতঘরে একটি দড়িতে ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ওমায়ের ও শাহনাজ এক সময় ওমানে শ্রমিকের কাজ করতেন। ওমায়ের নরসিংদীতে আরেকটি বিয়ে করেছেন। বাড়ি আসার পর স্বামীর সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না।
আরও পড়ুন: নিখোঁজের একমাস পর জাপা নেতার লাশ উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
তবে, তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বাদী না পাওয়ায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে ইউডি মামলা দায়ের করেছে।
খবর পেয়ে করিমগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঠাকুরগাঁও: সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের টাংগন নদীর পাড়ে পৃথক দুটি স্থান থেকে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের তোবারক আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫)।
আরও পড়ুন: নাটোরে রেললাইনের পাশে পড়ে থাকা লাশটি বার ড্যান্সার শম্পার
প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রথমে নদীর পাড়ে আসমা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নদীর অপর পাড়ে স্বামীর লাশ পাওয়া যায়। রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের সদস্যরা কাজ করছে। কারা এর পেছনে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৫ ঘণ্টার মধ্যে অপর প্রার্থীর লাশ উদ্ধার
ওসি জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। সাইদুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। স্ত্রীকে খুন করে স্বামী বিষ পান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ভারতীয় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার