কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোরব) ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিমা খাতুন (৩২) নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী।
এছাড়াও, তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে হানিফের বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। সেসময় পুটিয়া এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, ওই এনজিওকর্মীকে অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত