জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের গুনানন্দী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।
আরও পড়ুন:প্রাণ ফিরে পাচ্ছে বিসিক কুমিল্লা, খুলছে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার উপস্থিতে পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রথমে বাড়ির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
বাড়ির মালিক ইউপি সচিব ইসমাঈল হোসেন ও তার পরিবারের সদস্যরা বুলডোজারের সামনে এসে কাজে বাধা প্রদান করলে সাময়িকভাবে উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে আবার বাড়ি ভাঙার কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন:কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নারীকে কুপিয়ে হত্যা
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, বাড়িটি ২৮ ফুট সরকারি রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে। একাধিক নোটিশ প্রদান করা হলেও বাড়ির মালিক কর্ণপাত করেননি। তাই প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন:কুমিল্লায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু