কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেল দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের ওই এলাকা অতিক্রম করার মাধ্যমে পুনরায় এই রুটে রেল যোগাযোগ শুরু হয়।
এর আগে পদুয়ার বাজার বিশ্বরোড রেলওভার পাসের নিচে রেলগেইটে শনিবার রাত ২টার দিকে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাক-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
রেলসূত্র জানায়, দুঘর্টনার কারণে ঢাকা, সিলেট, ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুঘর্টনায় তেমন কোনও হতাহত হয়নি। দুই জন সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২
কুমিল্লা রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটি উদ্ধারে লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।
এদিকে ঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে একদিনের (রবিবার) মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।