বুধবার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মুন্নি (৩৫) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে। তার পিতার নাম আবদুল মতিন।
আরও পড়ুন:কুমিল্লায় যাত্রীদের নিরাপত্তায় চালকের পরিচিতি কার্ড সংযুক্তি শুরু
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, মুন্নিকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতকরা লাশ রেল লাইনের পাশে রেখে গেছে।
কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:কুমিল্লায় গৃহ পরিচারিকার কাজ দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:খাস কামরায় আসামি হত্যার দায়ে কুমিল্লায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড