সোমবার আসামির উপস্থিতিতে আদালতের বিচারক মো. আতাব উল্লাহ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. হাসান কুমিল্লার লাকসাম উপজেরার ভোজপাড়া গ্রামের শহীদ উল্লার ছেলে এবং দুটি হত্যা মামলার আসামি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড
নিহত মো. ফারুক মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রাসের ওহিদ উল্লার ছেলে।
আরও পড়ুন: হত্যার দায়ে ফেনী ও পিরোজপুরে ৪ জনের মৃত্যুদণ্ড
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৫ জুলাই জেলার মনোহরগঞ্জ থানার একটি হত্যা মামলায় কুমিল্লার তৃতীয় আদালতে হাজিরা দিতে আসে আসামি মো. হাসান ও মো. ফারুক। কোর্ট চলাকালীন সময় কোর্টের ভেতর হাসান ছুরি নিয়ে মামলার অপর আসামি মো. ফারুককে ধাওয়া করে। প্রাণভয়ে ফারুক বিচারকের খাসকামরায় ঢুকলে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আদালতে উপস্থিত একজন পুলিশ সদস্য হাসানকে ধরে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর ফারুক মারা যান। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ২১ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নবী হোসেন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড