কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্থা নগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে চার জনের মৃত্যুর ঘটনায় প্রায় ৯৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।
সোমবার রাতে সংঘর্ষে নিহত মতিয়ার মন্ডলের ভাই আশরাফুল বাদী হয়ে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত উল্লাহকে প্রধান আসামি করে ৬৭ জনের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া সংঘর্ষে নিহত রহিম মালিথার ছেলে রফিকুল তার প্রতিদ্বন্দ্বী আনিস মেম্বারকে প্রধান আসামি করে একই থানায় ২৭ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
সোমবার কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্থা নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- একই গ্রামের কাশেম (৫০), লাল্টু (৩০), রহিম (৫০) ও মতিয়ার (৪০)।
আরও পড়ুন: সালথায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সোমবার ইফতারের কয়েক মিনিট আগে ফজলু মন্ডলের অনুসারীদের সঙ্গে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের অনুসারীদের সংঘর্ষ হয়। এই সময় স্থানীয়দের অস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।