ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় লিচু মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ (৫০) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান চর খাসকান্দীর হাসান আলীর চেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
আরও পড়ুন: ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মূল অভিযুক্তের নাম কসাই ভুট্টো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় ভুট্টো কসাইয়ের মাংসের দোকানে গরু ব্যবসায়ী আহসান উল্লাহ গরু বিক্রির পাওয়া টাকা চাইতে গেলে কসাই ভুট্টো ও তার কর্মাচারীরা লাঠি দিয়ে পিটিয়ে হাসান উল্লাহকে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিলে দুপুরে আহসন উল্লাহ মারা যান। ঘটনার পরপর কসাই ভুট্টো ও তার কর্মচারীরা পালিয়ে গেছে।
তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার