নিজের প্রতিষ্ঠান থেকে রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত বিভাস সরকার (৪০) ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার বাসুদেব সরকারের ছেলে।
আরও পড়ুন: যৌন নির্যাতনের অপরাধ কখনোই সহ্য করা হবে না: আইনমন্ত্রী
দাপা রেল স্টেশন এলাকায় বিভাসের কোচিং সেন্টার রয়েছে। ভুক্তভোগী ছাত্রী সেখানে পড়ত।
বিভাসের বিরুদ্ধে ওই ছাত্রী নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবুল হাসান জানান, কোচিংয়ের অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। পরে সে কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করে দেয়। গত দুই মাস ধরে সে কোচিংয়ে যাচ্ছিল না।
আরও পড়ুন: যৌন অপরাধের পেছনে কাজ করে যেসব সামাজিক-রাজনৈতিক প্রভাব
সম্প্রতি বিভাস ছাত্রীর মাকে ফোন করে মেয়েকে কোচিং সেন্টারে পাঠাতে বলেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে কোচিং সেন্টারে এসে ওই ছাত্রী দেখে সেখানে অন্য কেউ নেই। পরে বাসায় ফিরে যেতে চাইলে বিভাস কোচিং সেন্টারের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন।
এক পর্যায়ে ছাত্রীর খালাত ভাই জিহানকে ফোন করা হলে তিনি এসে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
আরও পড়ুন: জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
এসআই আবুল হাসান বলেন, ‘কোচিং সেন্টারের ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিজে বাদী হয়ে মামলা করেছে।’
পুরো দেশের চিত্র
দেশে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ৯৭ শতাংশ অপরাধীই বিভিন্ন উপায়ে মুক্তি পেয়ে যান বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আরও পড়ুন: নলছিটিতে যৌন নিপীড়নের দায়ে স্কুল শিক্ষকের নামে মামলা
সংস্থাটির তথ্য অনুযায়ী, সদস্য সমাপ্ত ২০২০ সালের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫ নারীকে ধর্ষণ করা হয়েছে, যার মধ্যে ২০৮ জনকে গণধর্ষণ করা হয়। এর মধ্যে ধর্ষণের পরে ৪৫ জনকে হত্যা করা হয়েছে এবং অন্য ১২ জন আত্মহত্যা করেছে।
এছাড়াও, মানবাধিকার বিষয়ক সংগঠনটি বলছে যে ১৬১ জন নারীকে যৌন হয়রানি করা হয়েছে এবং তাদের মধ্যে ১২ জন আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে ৯৭ শতাংশ যৌন অপরাধীই যে কারণে শাস্তি পান না
আসক আরও বলছে, যৌন হয়রানির প্রতিবাদ করায় তিনজন নারী ও নয়জন পুরুষকে হত্যা করা হয়। এছাড়া ৬২৭টি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ২০ জন ছেলেকে শ্লীলতাহানি করা হয়েছে এবং ২১ জন নারী অ্যাসিড আক্রমণের শিকার হয়েছেন।