পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নিলে সরকার তাদের দায় নিতে পারবে না। একই সঙ্গে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন উপসচিব ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘তাদের (নির্বাচনে অংশ না নেয়া রাজনৈতিক দলসমূহের) দায়িত্ব নেয়ার ক্ষমতা আমাদের নেই।’
প্রতিমন্ত্রী বলেন, তিনি তাকে(শেরম্যান) নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটি এবং রাষ্ট্রপতির সংলাপের বিষয়েও জানিয়েছেন। যাতে (রাষ্ট্রপতির সংলাপে) কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি।
এসময় চট্টগ্রামে এক রাজনৈতিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এক প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, অতীতেও নির্বাচন গ্রহণযোগ্য ছিল, আগামী নির্বাচনও গ্রহণযোগ্য হবে।
আরও পড়ুন: তিস্তা সমস্যা সমাধানে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খাদ্য ও কৃষি নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী