গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি সিরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুনের অভিযোগ
এলাকাবাসী জানায়, চৌরাস্তা বাজারের একটি চায়ের দোকানে চা খেতে আসে শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি শিরিকুল। এর কিছুক্ষণ পরই বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই হোটেলে প্রবেশ করে শিরিকুল ইসলামকে হোটেল থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় এনে পিটিয়ে হত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিরিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সিরিকুলকে পিটিযে হত্যার অভিযোগে তার ছেলে মোকসেদ চৌধুরী বাদী হয়ে পলাশবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শনিবার রাতেই মাহবুব ও সাইফুল নামের দুজনকে গ্রেপ্তার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দিবাকর অধিকারি জানান, ঘটনাটির খবর পাওয়ার পর পরই হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ৮ মে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে তাহারুল ইসলামের শিশু পুত্র বায়োজিদকে প্রথমে অপহরণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে আসেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত