গাইবান্ধায় ধান মাড়াই মেশিন কাঁধে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শ্বশুর সায়েদ আলী ও জামাই সাজু মিয়া। দুজনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তবস্ত ইউনিয়নে।
ঘটনাস্থল থেকে তদন্তকারী পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামে শ্বশুর সায়েদ আলী তার জমির ধান মাড়াই করতে পাশের গ্রামের জামাই সাজু মিয়াকে ডেকে আনে। দুপুর পর্যন্ত মাড়াই মেশিনে ধান মাড়াই করে মেশিনটি দুজন মিলে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বারান্দার টিনের সঙ্গে স্পর্শ লাগে। আগে থেকেই বারান্দার টিন বিদ্যুতায়িত হওয়ায় ঘটনাস্থলে মেশিনসহ শ্বশুর ও জামাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু