গাজীপুরে উপজেলা পর্যায়ে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয় পত্র দেখে করোনার টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল কারখানার শ্রমিকদের টিকা দেয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। ওই কারখানায় মোট ১২ টি বুথে ৬ হাজার ৭শ’ শ্রমিককে সিনোফার্মের টিকা প্রয়োগ করার লক্ষ্যে সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়।
আরও পড়ুনঃ গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানায়, উপজেলার বাকি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদেরও ধীরে ধীরে টিকা দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান।
আরও পড়ুনঃ সৌদিকে তৈরি পোশাক আমদানির আহ্বান বাংলাদেশের
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সোমবার নগরী ও জেলার মোট আটটি কারখানায় টিকা দেয়া হচ্ছে। কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা পোশাক কারখানায় গিয়ে গিয়ে টিকা দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ ভারত শিগগিরই বাংলাদেশকে টিকা দেবে: দোরাইস্বামি
তিনি বলেন, ‘প্রথম দিনে নগরীর চারটি পোশাক কারখানায় সাড়ে ১২ হাজার শ্রমিকদের টিকা দেয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ঈদের পর প্রতিদিন ১০ থেকে ১২টি কারখানায় টিকা দেয়া হবে। সহজে যাতে শ্রমিকদের টিকার আওতায় আনা যায়, সেজন্য আমরা এনআইডি কার্ডের মাধ্যমে তালিকা করেই প্রথম ডোজ দেবো এবং দ্বিতীয় ডোজের আগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন এর আওতায় আনা হবে।‘