গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ায় ব্যবসায়ী সুমন মোহাম্মদ পাটোয়ারী হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। রবিবার (২১ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার মোবারক হোসেন (২২), দত্তপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর (২০), একই এলাকার সাকিব (২২) ও আউচপাড়া এলাকার ইসমাইল হোসেন (৩৮)।
এর আগে রবিবার রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল পূর্ব ঘটনার জের হিসেবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নোয়াখালীর চাটখিলের বাসিন্দা টঙ্গীর বড়দরা এলাকায় বসবাসকারী সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানোনকে (৩৩) হত্যা করে। হামলায় আহত হন নোয়াগাঁও এলাকায় বসবাসকারী সালাউদ্দিন তুহিনকে (২৮)।
এ ঘটনায় জিএমপির উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিস জানান, তার নেতৃত্বে ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার চারটি টিম এবং সহকারী পুলিশ কমিশনারের (ডিবি) নেতৃত্বে দুটি টিম টঙ্গী পশ্চিম এবং টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবক হত্যা মামলায় এসআই রিমান্ডে
তিনি জানান, মূলহোতা মোবারককে গ্রেপ্তার করে নিয়ে টঙ্গী পূর্ব থানাধীন কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামিদের গ্রেপ্তার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি ছোড়ে। এক পর্যায়ে আসামির সহযোগীরা পালিয়ে যায়। মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছুরি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রুলশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: রাজধানীতে যুবক হত্যায় ৩ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন
আজমিরীগঞ্জে যুবক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড