গাজীপুরে একটি মাইক্রোবাসের ধাক্কায় র্যাব-৪ এর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন র্যাব সদস্যসহ এক মোটর মেকানিক।
বুধবার সকালে ঢাকা থেকে শ্রীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
নিহত মো. খায়রুল ইসলাম র্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন সাথে থাকা র্যাবের এসআই রাকিব। এই দুর্ঘটনায় লিটন মিয়া নামের এক মোটর মেকানিক মারা গেছেন।
আহত হয়েছেন গাড়িতে থাকা র্যাব-৪ সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো: আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রী রিফাত (২০)। আহতদের বিশেষ হেলিকপ্টারে করে গাজীপুরের শ্রীপুরের হাসপাতাল থেকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
এসআই রাকিব ইউএনবিকে জানান, বুধবার সকালে ঢাকা থেকে শ্রীপুর যাওয়ার পথে র্যাব-৪-এর মাইক্রোবাসটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল। এসময় পেছন থেকে অপর একটি দ্রুত গতির মাইক্রোবাস র্যাব-৪ এর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার র্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ সহোদরসহ নিহত ৩
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামার হোসাইন জানান, আহতদের স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌনে ১১টার দিকে দু’টি হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ নেয়া হয়েছে।
এ ব্যাপারে র্যাবের কোনও কর্মকর্তার আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।