গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সেখানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল, বিশাল আয়তনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গাজীপুরের সেফ হোম থেকে পালিয়েছে ১৪ কিশোরী, উদ্ধার ৭
অন্যদিকে, ভোরে জেলার কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, উপকমিশনার জাকির হাসানের নেতৃত্বে জিএমপি, এস এম শফিউল্লাহর নেতৃত্বে জেলা পুলিশ ছাড়া ও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: গাজীপুরে সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত
এ উপলক্ষে সকাল ৮টার দিকে শহীদ বরকত স্টেডিয়াম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে বেলুন ও শান্তির পতাকা পায়রা ওড়ানো হয়। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।