উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ভাড়া বাসা থেকে শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশির আক্তার কলি (২৬) বেসরকারি গ্রামীণ ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মাঠকর্মী হুমায়ুন কবির ওরফে মিল্টনের স্ত্রী।
আরও পড়ুন: অপহরণের ৭ দিন পর সাভারে পোশাক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নিহতের পরিবার ও স্থানীয় জানান, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মো. রেজাউল করিমের মেয়ে শিশির আক্তার কলির সাথে হুমায়ুনের প্রেমের সর্ম্পক করে চার বছর আগে বিয়ে হয়। হুমায়ুন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাখা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) হিসেবে বদলি হলে গত প্রায় দুবছর ধরে দৌলতদিয়া ঘাট বাজারের স্থানীয় আরিফ মাহমুদের বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস শুরু করে। শনিবার বিকালে হুমায়ুন কাজে বাড়ির বাইরে যায়। রাত ৮টার দিকে ঘরের দরজা বন্ধ পেয়ে অন্যান্য ভাড়াটিয়া গৃহবধূ কলিকে ডাকাডাকি করতে থাকে। সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সবাই দেখতে পান ঘরের আড়ার সাথে তিনি ঝুলে আছেন। পরে স্থানীয়রা থানায় খবর পাঠালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: আশুলিয়ায় জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার
নিহতের বাবা রেজাউল করীমের অভিযোগ, পরিবারের সবার অপছন্দে বিয়ে করায় প্রথমে কেউ মেনে না নিলেও এক বছর ধরে মেনে নেই। কলি পরিবারের তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড়।
আরও পড়ুন: বেনাপোল বন্দরের পিওনের লাশ উদ্ধার
শনিবার দুপুরে কলি মুঠোফোনে জানায়, শ্বশুর নুরুল ইসলাম ফোনে হুমায়ুনকে রাগারাগি করতে থাকে। বাবার কথা শুনে হুমায়ুন রাগারাগি করায় আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ছাত্র জীবন থেকে প্রেমের সম্পর্ক। বিয়ের পর কলিকে এম এ পাশ করিয়েছি। কোনো কিছুর অভাব রাখিনি। এখন পর্যন্ত শ্বশুর বাড়ির লোকজন আমাদের মেনে নেয়নি বরং প্রায় কলিকে ফোন করে শ্বশুর বাড়ির লোকজন নানা কথা বলে বিষিয়ে তোলে। শনিবার বিকেলে তাকে ভালোভাবে রেখে জরুরি কাজে রাজবাড়ী গেছি। খবর পেয়ে রাজবাড়ী থেকে ছুটে এসে দেখি আমার সব শেষ। আমার বাবা অনেক ভালবাসতো। রাগারাগির অভিযোগ মিথ্যা, বানোয়াট।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।