ঘূর্ণিঝড় মোখা আজ (রবিবার) সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করার পরপরই সেন্টমার্টিন দ্বীপ ও নিকটবর্তী টেকনাফ উপজেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দ্বীপের প্রায় ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে হোটেল, মোটেল ও সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। বাকিরা তাদের মূল্যবান জিনিসপত্র রেখে আশ্রয়কেন্দ্রে আসতে অনিচ্ছুক।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস এখনও শুরু হয়নি। দ্বীপে দমকা হাওয়া ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।
কক্সবাজারের বাকি উপজেলাগুলোতেও হালকা দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, প্রায় দুই লাখ মানুষ ৫৭৬টি ঘূর্ণিঝড় কেন্দ্রে অবস্থান করছে যেখানে পাঁচ দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ থাকতে পারে।
জনগণকে সাইক্লোন সেন্টারে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জানমাল রক্ষায় তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।