চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রোগীর মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গু: চট্টগ্রামে শিশুর মৃত্যু
সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮ জন। এর মধ্যে বর্তমানে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যাওয়া রোগীর নাম রুবি আক্তার। তিনি ৪২ বছর বয়সী এবং নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা ছিলেন। ৩ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাসপাতালের রেজিস্ট্রার ডা. নূর নবী বলেন, ‘রুবি আক্তার নামের ওই রোগী ৩ অক্টোবর দুপুরে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছেই