চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে গালাগাল করে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
রবিবার (২ জুলাই) রাতে উপজেলার শেখেরখীল মৌলভীবাজার এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মো. আরিফুল ইসলাম (২৬) শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করছেন আরিফ। আর এসবের ভিডিও ধারণ করতে বলছেন আরেক যুবককে।
এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রবিবার রাতে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় পান দোকানদার ওই যুবক অনেকটা মানসিক রোগে আক্রান্ত। তাই তিনি প্রায়সময় এ ধরনের কাজ করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে বাজে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হিজাব পরতে মানা ও মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: স্মৃতিকে জামিন দিলেন আপিল বিভাগ