চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে আগুন লেগে সুখেন্দু কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া সুখেন্দু কর্মকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পারুল কর্মকার বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ আগুন দেখে আমরা দিশেহারা হয়ে পড়ি। বাড়িতে তখন কেউ ছিল না। আগুন দেখে দৌড়ে এসে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করেও আগুনের তীব্রতায় ঢুকতে পারিনি।’
তিনি আরও বলেন, হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, রাতে ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় একই পরিবারের ৪টি বসতঘর পুড়ে যায়। এ সময় অসুস্থ অন্ধ সুখেন্দু কর্মকার নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।’
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত