ইপিজেড থানার বেড়িবাঁধ সংলগ্ন জেলে পল্লির বস্তি আগুনে পুড়ে গেছে। রাত ১০টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন
খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী ও নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। আগুনে প্রায় অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে।
আরও পড়ুন: বাঁশখালীতে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
ফায়ার সার্ভিসের বিভাগীয় ডিআইডি নিউটন দাশ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ইপিজেড ও বন্দরসহ বিভিন্ন স্টেশন থেকে নয়টি গাড়ি গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেছে। আগুনে বেশ কিছু বস্তিঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সঠিক সূত্রপাতের কারণ তদন্তের পর জানা যাবে।’
আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন
এদিকে, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিল বলে জানা যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে এতিমখানা পুড়ে ছাই
আগুন লাগার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিশ্বরোডের আর রশিদ মার্কেটের সামনে মহাসড়কের মাঝামাঝি জায়গায় বাসটিতে আগুন লেগে যায়। তবে আরোহীরা দ্রুত নেমে যেতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: পুরান ঢাকায় প্লাস্টিকের কারখানায় আগুন
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ‘বাসটির আগুন নেভানো হয়েছে। গাড়িটির পেছন দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে চালক ও তার সহকারী আমাদের জানিয়েছেন। এ ঘটনায় সড়কের দুই দিকে কিছু যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়েছি।’