চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল। তিনি পরিবার নিয়ে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় বহনকারী হাইচ মাইক্রোবাস কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারকে বহনকারী হাইচ গাড়িটি চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কালভার্টের সঙ্গে ধাক্কা দেয়। পরে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। আর এতেই ঘটনাস্থলে মারা যান জাহিদ ইকবাল।
আরও পড়ুন: ফেনীতে সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
তারা আরও জানান, গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদের ছেলে, দুই বোন ও দুই ভাগনের পাশাপাশি প্রাইভেটকারে থাকা দু’জনও এতে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত পুলিশ সদস্যের লাশ কুমিরা হাইওয়ে থানায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।’
নিহত পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই) ছিলেন। তিনি রাণীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। সম্প্রতি বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসিও নির্বাচিত হয়েছিলেন। তার স্ত্রী রেশমা-ও পুলিশ পরিদর্শক।
আরও পড়ুন: পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
যৌতুকের দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা