চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে হত্যাসহ ১০ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ থেকে পালানোর চেষ্টাকালে পাসপোর্ট ও বিমানের টিকেটসহ বাচুইন্যাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
তিনি ২০০৩ সালে চট্টগ্রামের রাউজান এলাকায় অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ১৯৯৭ সালে আরেকটি অপহরণ মামলায়ও তাকে দোষী সাব্যস্ত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা সোমবার রাউজানের চৌধুরীহাট এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার: র্যাব
সোনাগাজীতে ১৬ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার