বঙ্গোপসাগরে ১৬টি জেলে-নৌকায় ডাকাতির ঘটনায় ১১ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। গভীর সমুদ্র ও চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও লুণ্ঠিত ৭০টি মোবাইল ফোন উদ্ধারের দাবি করেছে র্যাব চট্টগ্রাম।
আরও পড়ুন:চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
শনিবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গভীর সমুদ্র ও বাঁশখালীতে ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সাম্প্রতিককালে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ১১ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, তিন হাজার পিসের বেশি ডাকাতি করা ইলিশ মাছ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন:চট্টগ্রামে অক্সিজেনের অভাবে ২ নবজাতকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৩৮৫ কনটেইনারের পণ্য ধ্বংস করবে কাস্টমস