সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- হাজীগঞ্জের সেন্দ্রার সিরাজুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার (২৭), সদর ৩ নং ওয়ার্ডের আহসান মিয়ার স্ত্রী বিলকিছ বেগম।
মতলব দক্ষিণের ডিংগাভাংগা গ্রামের মিজান বকাউল(৫৫), বাচ্চু বকাউলের স্ত্রী মণি বেগম((৫০) এবং মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক (৫৮)।
এছাড়া কচুয়া উপজেলা সদরের আব্দুল হাকিম(৩২) বুধবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে, চাঁদপুরে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. মো সাখাওয়াতউল্লাহ জানান, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুরে চারজন, হাইমচরে চারজন, মতলব উত্তরে তিনজন, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে দুজন করে, হাজীগঞ্জ ও কচুয়ায় একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, আজ মোট ১৫১টি রিপোর্টের মধ্যে ১৭টি পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬৯ জনে। করোনায় জেলায় মৃতের সংখ্যা ৪৯। এছাড়া করোনা উপসর্গ নিয়ে জেলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন জানান।