লাকসাম-চাঁদপুর রুটে বৃহস্পতিবার পৃথকস্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই জন নিহত হবার ঘটনা ঘটেছে।
শহরের মিশন রোডের পূর্ব দিকে অজ্ঞাত এক ব্যক্তির, আনুমানিক বয়স ৫৫ বছর এবং হাজিগঞ্জের সাতবাড়িয়া এলাকায় এক যুবক নিহত হন।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ উল্লাহ বাহার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানতে পারি দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে সাতবাড়িয়া নামক স্থানে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
এদিকে, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন ।
খবর পেয়ে চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পরে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশকে খবর দিলে তারা লাশ থানায় নিয়ে যায়। লাশের শরীরে ও মাথায় মারাত্মক আঘাত চিহ্ন রয়েছে।
ওসি বলেন, নিহত দুই ব্যক্তির এখন পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি। এই দুই ঘটনা তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী দম্পতি নিহত
শুক্রবারের মধ্যে তাদের পরিচয় পাওয়া না গেলে লাশ দু’টি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।