চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হবার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে বজ্রপাতে এই তিন মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের রানা আলীর স্ত্রী এ্যানি বেগম (২৬), তার ছেলে নূর মোহাম্মদ (৬) ও চরবাগডাঙা ইউনিয়নের বাখর আলী গ্রামের আবদুল মতিনের ছেলে ইয়ামিন আরাফাত (১০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বিকেলে ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যান মা-ছেলে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যায়।
এদিকে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আলী ঝাটু জানান, ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ইয়ামিন আরাফাত মারা যায়।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনজন নিহতের বিষয়টি প্রশাসনের কাছে জানানো হয়েছে। সরকারিভাবে তাদের অনুদান দেয়া হবে।