সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে স্কুলছাত্র নাজমুল (১৫), একই গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫) ও চিথুলিয়া গ্রামের শাকেরা খাতুন (৬০) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৭)।
আরও পড়ুন: বগুড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় সন্ধ্যার আগে বজ্রপাতে শাকেরা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। একই উপজেলার দুগলি গ্রামে বজ্রপাতে নাজমুল ও হাসেম আলী ঘটনাস্থলেই মারা গেছে। এদিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে বজ্রপাতে মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পশ্চিম কৃষ্টপুর গ্রামে বাড়ির পাশে কাজ করছিল মোহনা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।