চুয়াডাঙ্গার দু’টি আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা জোর প্রচারণায় নেমেছেন।
নির্বাচনী আচরণ মেনে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন তারা। প্রথম দিনেই নির্ধারিত সময়ে মাইকিং শুরু করেছেন তারা। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা শহরের সড়কে সড়কে প্রার্থীরা টাঙানো শুরু করেছেন পোস্টার।
প্রতীক পেয়েছেন চুয়াডাঙ্গা—১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা—২ আসনে ৭ জন প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা—১ ও ২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন যারা
প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠিানিক প্রচার—প্রচারণা। চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রার্থীরা পোস্টার লিফলেট বিতরণ শুরু করেছেন।
চুয়াডাঙ্গা—১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যারা-
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ‘নৌকা প্রতীক’, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ—কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ‘ঈগল’, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আইনজীবী সোহরাব হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’, এনপিপি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন ‘আম’, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপ—কমিটির সদস্য রাজ্জাক খান পেয়েছেন ‘ফ্রিজ’ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম শহিদুর রহমান পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ