চুয়াডাঙ্গায় তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি ঘোরামারা ব্রিজ সংলগ্ন পটলাপীরের মাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সজিব হোসেন (১৮)ও তার বন্ধু মারুফ হোসেন (১৭)। সজিব জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের শরিফ হোসেনের ছেলে এবং মারুফ একই এলাকার আবু বক্করের ছেলে। নিহত দুজনই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
আহতরা হলেন,উপজেলার আঠারোখাদা গ্রামের শ্রী বিজয় দাশের ছেলে নরসুন্দর শ্রী তপন দাশ (৩০), একই উপজেলার জেহালা গ্রামের আজিমদ্দীন (৪৫)এবং সদর উপজেলার দর্শনা থানাধীন কুকিয়া চাঁদপুর গ্রামের কোরবান আলীর ছেলে স্যানেটারি মিস্ত্রি শাহীন (২২)।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গার আলি হোসেন সুপার মার্কেটে আসছিল দুই বন্ধু সজিব ও মারুফ। একই সময়ে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল নরসুন্দর তপন দাশ। এদিকে কুকিয়া চাঁদপুর গ্রাম থেকে কাজের জন্য আলমডাঙ্গা যাচ্ছিল স্যানেটারি মিস্ত্রি শাহীন ও চুয়াডাঙ্গা বড় বাজার থেকে আলমসাধুযোগে মুদি দোকানের জন্য ভোজ্য তেল কিনে মুন্সিগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল আলমসাধু চালক আজিমউদ্দীন।
পথের মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড় পটলাপীরের মাজারের সামনে পৌঁছালে দ্রুত গতির তিন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষটি দেখতে পেয়ে আজিমউদ্দীন দ্রুত তার আলমসাধুটি ব্রেক করে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। এসময় তিন মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল ছুটে এসে তাঁর পায়ে আঘাত করে। এই সংঘর্ষে তিন মোটরসাইকেলের চারজন ও আলমসাধুচালকসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়। এর মধ্যে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিবের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সজিবকে মৃত ঘোষণা করেন ও আহত অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতক্ষদর্শী রফিকুল নামের এক ভ্যান চালক বলেন, আমি নিজ ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এ সময় পটলাপীরের মাজারের সামনে খুব দ্রুত গতির দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সে সময় চুয়াডাঙ্গামুখী আরও একটি মোটরসাইকেল এসে ওই দুই মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। তবে হাপসাতালে নেয়ার আগেই এক যুবকের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোট পাঁচজনকে বেলা ১১টার দিকে জরুরি বিভাগে নেয়া হয়। এর মধ্যে এক যুবককে আমরা মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেয়ার আগেই তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগ থেকে অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২